উস্কানিমূলক মন্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে FIR দায়ের কংগ্রেসের

0
2

কংগ্রেস ক্ষমতা এলে কর্নাটকে(karnatak) দাঙ্গা হবে। ভোট প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তার এই মন্তব্যের বিরুদ্ধে এবার কোমর বেঁধে লাগলো কংগ্রেস। নির্বাচন কমিশনকে(Election commission) নালিশ জানানোর পাশাপাশি এফআইআর দায়ের করা হলো খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর(Home minister) বিরুদ্ধে। অমিত শাহের বিরুদ্ধে বেঙ্গালুরু হাই গ্রাউন্ড থানায় এফআইআর করেছেন রণদীপ সুরজেওয়ালা, ড. পরমেশ্বর এবং কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। সব মিলিয়ে এবার বিপাকে পড়তে চলেছেন শাহ।

মঙ্গলবার কর্নাটকে এক জনসভায় গিয়ে অমিত শাহ মন্তব্য করেন, কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে পরিবারতন্ত্রের রাজনীতি শুরু হবে, যা দাঙ্গায় উসকানি দেবে। রাজ্যে রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখতে এখানে বিজেপিকে সমর্থন করা উচিত মানুষের। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে তিনি আরো বলেন, ভুল করেও যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তবে দুর্নীতি ভয়াবহ আকার নেবে। তোষামোদের রাজনীতি শুরু হবে। শাহেদ মন্তব্যে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে কংগ্রেস। অভিযোগ তোলা হয় উস্কানিমূলক মন্তব্য করেছেন অমিত শাহ। পাশাপাশি আরএসএসকে তোপ দেগে বলা হয়, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সংগঠনকে নিষিদ্ধ করেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন অমিত শাহ।

এরপরই অমিত শাহের দাঙ্গা মন্তব্যের জেরে পাশাপাশি সরাসরি থানায় এফআইআর দায়ের করা হয় অমিত শাহের বিরুদ্ধে। এ প্রসঙ্গে কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার বলেন, “আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যদি দেশের কোনও সাধারণ নাগরিক এই কথা বলতেন, তবে তাঁকে গ্রেপ্তার করা হত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন না, কংগ্রেস ক্ষমতায় এলে দাঙ্গা বাঁধবে, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কেবলমাত্র বিজেপির তারকা প্রচারক নন।”