প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নির্দেশ পাওয়ার পর মিশন কাবেরী সফল করতে কোমর বেঁধে নেমে পড়েছিল প্রশাসন। অবশেষে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান(Sudan) থেকে ৩৬০ ভারতীয়কে সঙ্গে নিয়ে দিল্লি নামলো প্রথম উদ্ধারকারী বিমান। প্রথম উদ্ধারকারী বিমান দিল্লি নামার পর টুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)। তিনি লেখেন, “নিজের নাগরিকদের স্বাগত জানাচ্ছে ভারত(India)। অপারেশন কাবেরীর আওতায় প্রথম বিমান নয়াদিল্লিতে(New Delhi) পৌঁছাল। ৩৬০ ভারতীয় নিজেদের মাতৃভূমিতে ফিরলেন।” সুদানে আটকে থাকা বাকি নাগরিকদের ফেরাতে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক(Foreign Ministry)।
জানা গিয়েছে, সুদানে সেনাবাহিনী ও আধা সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝে ৭২ ঘন্টার সম্পর্ক বিরোধী ঘোষিত হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব আটকে থাকা ভারতীয়দের সুদান থেকে বের করে সৌদি আরবের জেড্ডায় আনা হচ্ছে। গত মঙ্গলবার প্রথম দফায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস মেধায় করে সুদান থেকে ২৭৮ জন ভারতীয়কে জেড্ডায় আনা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ুসেনার বিমানও। ভারতীয় বায়ুসেনার প্রথম সি-১৩০জে বিমানে ১২১ জন, দ্বিতীয় বিমানে ১৩৫ জন, তৃতীয় বিমানে ১৩৬ জন এবং চতুর্থ বিমানে ১২৮ জন ভারতীয়কে জেড্ডায় আনা হয়েছে। চতুর্থ বিমানটি বৃহস্পতিবার জেড্ডায় অবতরণ করেছে। যেখানে আছেন ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন। জেড্ডা থেকে পুরো উদ্ধারকাজ পরিদর্শন করছেন। তিনি জানিয়েছেন, যে ভারতীয়রা জেড্ডায় ফিরেছেন, তাঁদের দ্রুত দেশে ফেরানোর জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। এখনো পর্যন্ত জেড্ডা থেকে প্রথম দফায় ৩৬০ ভারতীয়কে দিল্লি ফেরানো হয়েছে বুধবার সন্ধ্যায়।
India welcomes back its own. #OperationKaveri brings 360 Indian Nationals to the homeland as first flight reaches New Delhi. pic.twitter.com/v9pBLmBQ8X
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 26, 2023
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, যে এলাকাগুলিতে সংঘর্ষ চলছে, সেই এলাকাগুলি থেকে বাসে করে ভারতীয়দের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তাঁদের পোর্ট সুদানে নিয়ে আসার বন্দোবস্ত করা হয়েছে। যেখান থেকে তাঁদের সমুদ্রপথ এবং আকাশপথে জেড্ডায় নিয়ে আসা হচ্ছে। সূত্রের খবর, যত সময় যাচ্ছে, তত বেশি সংখ্যক ভারতীয়কে পোর্ট সুদানে নিয়ে আসা হচ্ছে। তবে খার্তুম থেকে ভারতীয়দের বের করে আনার ক্ষেত্রে এখনও সমস্যা আছে। সেখানকার মূল বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে যখন সুদানের তুমুল লড়াইয়ের শুরু হয়েছে, তখন আফ্রিকার দেশে প্রায় ৩,০০০ জন ভারতীয় ছিলেন।