১) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেল গুজরাত টাইটান্স। রোহিতের মুম্বইকে ৫৫ রানে হারাল হার্দিক পান্ডিয়ার দল। গুজরাতের হয়ে অর্ধশতরান শুভমন গিলের। ৫৬ রান করেন তিনি। বল হাতে তিন উইকেট নুর আহমেদের।

২) গত সোমবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে দ্বিতীয় জয় পায় দিল্লি ক্যাপিটালস। আর এরই মধ্যে অধিনায়ক বদলানোর কথা বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। চলতি আইপিএল-এ দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার।

৩) আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার সকালে১৫ জনের দল ঘোষণা বিসিসিআইয়ের। দলে রয়েছে চমক। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন অজিঙ্কে রাহানে। দলে রয়েছেন কে এল রাহুলও। দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
৪) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঘোষণা হওয়া দলকে সেরা দল বললেন রবি শাস্ত্রী। টুইট করে শাস্ত্রী বলেন,” সেরা ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে। নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট দারুণ কাজ করেছে।
৫) সার্জিও লোবেরা নন, ইস্টবেঙ্গল এফসির নতুন হেড কোচ হলেন কার্লস কুয়াদ্রাত। দু’বছরের চুক্তিতে লাল-হলুদের হেডস্যার হলেন তিনি। এমনটাই জানান হল ইস্টবেঙ্গলের তরফ থেকে। এদিকে এদিন স্টিফেন কনস্ট্যান্টাইনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিদায়ের পথে হাটল লাল-হলুদ।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ










































































































































