মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেল গুজরাত টাইটান্স। এদিন রোহিতের মুম্বইকে ৫৫ রানে হারাল হার্দিক পান্ডিয়ার দল। গুজরাতের হয়ে অর্ধশতরান শুভমন গিলের। ৫৬ রান করেন তিনি। বল হাতে তিন উইকেট নুর আহমেদের।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান করে গুজরাত। গুজরাতের হয়ে অর্ধশতরান শুভমন গিলের। ৫৬ রান করেন তিনি। ৪ রান করেন ঋদ্ধিমান সাহা। ১৩ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ডেভিড মিলার করেন ৪৬ রান। অভিনব মনোহর করেন ৪২ রান। মুম্বইয়ের হয়ে দুই উইকেট নেন পীয়ুষ চাওলা। একটি করে উইকেট নেন অর্জুন তেন্ডুলকর, ব্রেনড্রফ, মেরিদিথ এবং কুমার কার্তিকে।

জবাবে ব্যাট করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের হয়ে ৪০ রান করেন নেহাল। ৩৩ রান করেন গ্রিন। অধিনায়ক রোহিত শর্মা করেন ২ রান। ইশান কিষান করেন ১৩ রান। ২৩ রান সূর্যকুমার যাদবের। গুজরাতের হয়ে তিন উইকেট নুর আহমেদের। দুটি করে উইকেট নেন রশিদ খান এবং মহিত শর্মা। একটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন:সৌরভদের দলের অধিনায়ক নিয়ে বিরাট মন্তব্য গাভাস্করের










































































































































