মোবাইল বিস্ফোরণে (Mobile Phone Blast) মৃত্যু হল ৮ বছরের শিশুকন্যার। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কেরলের তিরুভিলভামালা এলাকায়। মৃত শিশুকন্যা সোমবার রাতে খেলতেই খেলতে আচমকা ফোনটি মুখের কাছে আনা মাত্রই বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে (Hospital) নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান, বিস্ফোরণে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় শিশুকন্যার শরীরে ঊর্ধ্বাংশ। ঝলসে গেছে তাঁর মুখ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। ৮ বছরের আদিত্যশ্রী ক্লাস থ্রিতে পড়ত। মোবাইলে কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ। পরীক্ষার জন্য ফোনের ধ্বংসাবশেষ বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে । পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।