Entertainment : নিভৃতে জন্মদিন পালন, সাদামাটা সেলিব্রেশনে অরিজিৎ সিং

0
2

সাফল্য আকাশ ছোঁওয়া কিন্তু মাটি থেকে পা সরাননি মুর্শিদাবাদের (Murshidabad)ছেলেটা। ১৯৮৭ সালের আজকের দিনে অরিজিৎ সিংয়ের জন্ম (Arijit Singh Birth Day)। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media bday wish) শুভেচ্ছার বার্তা এসেছে অনুরাগীদের তরফে। জিয়াগঞ্জ থেকে যাত্রা শুরু করে জগত জোড়া খ্যাতি পাওয়ার পরও তাঁর মধ্যে এতটুকু অহংকার জন্মায়নি। ২৫ এপ্রিল প্রিয় গায়কের জন্মদিনে দুনিয়া-দেশজুড়ে যখন ভক্তরা তাঁর জন্মদিন পালনে করছেন তখন সিং পরিবারে কী ভাবে পালন হচ্ছে অরিজিৎ সিংয়ের জন্মদিন? অরিজিতের বাবা জানিয়েছেন এদিন কোনও হুল্লোড় চান না অরিজিৎ (Arijit Singsh)। তাই তাঁর ইচ্ছেমতই দুঃস্থদের জন্য ‘হেঁসেলের’ দরজা খোলা থাকছে। আজ ছেলের জন্মদিনে দরিদ্রদের ভুরিভোজের ব্যবস্থা করেছেন অরিজিৎ সিংয়ের বাবা।

কেক কাটার ক্ষেত্রেও শিল্পীর অনিহা রয়েছে। তাই ঘরোয়াভাবেই পালন হচ্ছে শিল্পীর ৩৬তম জন্মদিনের অনুষ্ঠান। মাত্র ১৮ বছর বয়েসেই ফেম গুরুকুল রিয়েলিটি শোয়ের স্টেজে দেশের মন ছুঁয়েছিলেন অরিজিৎ। ফ্যান ফলোয়িং, লাইভ কনসার্টে টিকিটের তুমুল চাহিদা, অথচ তাঁর গানে মিশে থাকে আবেগের বন্যা। তাই অরিজিতের কণ্ঠস্বর মানেই চোখে জল অনুরাগীদের। অনেকেই নতুন করে বাঁচার অর্থ খুঁজে পান তাঁর গান শুনে। মাত্র ১ টাকায় রামপ্রসাদের গান রেকর্ড করতে রাজি হয়ে যান যে মানুষটি, তাঁর জীবনদর্শন নতুন করে শিক্ষা দিয়ে যায়। নিজের পেশাগত জীবনে প্রায় সব বলিউডি সঙ্গীত পরিচালকের সঙ্গেই কাজ করেছেন তিনি। বাংলা হোক বা হিন্দি, নিজের গানের জোরে আজ সবার প্রথম পছন্দ অরিজিৎ সিং। একাধিক পুরস্কার তাঁর ঝুলিতে। অত্যন্ত নম্র ভদ্র এই সেলেব প্রচার বিমুখ। তাই জন্মদিনেও পরিবার আর প্রিয়জনের সঙ্গেই অন্তরালে জন্মদিন পালন মুর্শিদাবাদের ছেলেটা্র।