হুগলির হরিপালে উন্নত গ্রামীণ হাসপাতাল, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

0
2

দীর্ঘদিনের দাবি মেনে এবার হুগলির হরিপালে চালু হতে চলেছে ১০০ সজ্জা বিশিষ্ট উন্নতমানের গ্রামীণ হাসপাতাল। আগামী ২৬ তারিখ নবান্নের সভাঘর থেকে এই হাসপাতালের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও সেদিনের অনুষ্ঠানে নবান্নে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। হরিপাল হাসপাতালে উপস্থিত থাকবেন বিধায়ক করবী মান্না, সি এম ও এইচ,বি এম ও এইচ, বিডিও,পঞ্চায়েত সমিতির ও পঞ্চায়েতের আধিকারিকরা। হাসপাতালের খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া হরিপাল বিধানসভা এলাকায়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্নাকে ধন্যবাদ জানিয়েছেন হরিপাল বিধানসভার মানুষ।

আরও পড়ুন- এখনই গ্রে.ফতারি নয়,গরুপা.চার মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন আব্দুল লতিফ