তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) বিরুদ্ধে সিবিআই তদন্তের (CBI Investigation) আর্জি জানিয়ে এবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা। সোমবার বিজেপি (BJP) নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari) হাইকোর্টে অপরূপার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আগামী ২৬ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। দিনকয়েক আগেই অপরূপার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই পরিপ্রেক্ষিতেই এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।
আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, অপরূপা পোদ্দার তাঁর প্যাডে গ্রুপ সি নিয়োগের (Group C Recruitment) তালিকা পাঠিয়েছিলেন। আর সেই তালিকা ধরেই বেআইনি নিয়োগ হয়েছে। শুধু তাই নয়, অপরূপার পাঠানো তালিকার ভিত্তিতে প্রাথীদের নম্বর বাড়িয়েও চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী তিওয়ারি। হাইকোর্টে সেই মামলা গৃহীত হয়েছে। উল্লেখ্য, এর আগেও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একই অভিযোগ তুলে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লি ও কলকাতার অফিসে চিঠি পাঠিয়েছিলেন। আর এবার আইনি পথে হাঁটতেই সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
তবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা অপরূপা পোদ্দারের অভিযোগ, দুর্নীতির অভিযোগ তুলতেই তাঁকে বিজেপিতে নেওয়ার চেষ্টা করেছিল অধিকারী পরিবার। সাফ জানিয়ে দেওয়া হয়েছিল দলবদল না করলে ফেঁসে যাবেন তিনি।