ইডেনে এটাই শেষ ম্যাচ ধোনির? মুখ খুললেন স্বয়ং মাহি নিজেই

0
2

রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামে চেন্নাই সুপার কিংস। সম্ভবত এটাই চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। আর সেইমতে শেষবারের মতন ইডেনে খেলতে নামলেন ধোনি। আর ধোনির জন‍্য গলা ফাটাল কলকাতা। আর কলকাতার এই ভালোবাসায় আপ্লুত ক‍্যাপ্টেন কুল। স্মৃতি হাতরালেন আবেগপ্রবণ মাহি।

মাহি বলেন,”কলকাতা আমি প্রচুর ক্রিকেট খেলেছি। খুব বেশি অবশ্য বলতে পারব না। কারণ অনুর্ধ্ব ১৬ বা ১৯ পর্যায়ের ক্রিকেট আমার খেলা হয়নি। এই দু’পর্যায় খেলতে পারলে ম্যাচের সংখ্যা অনেক বাড়ত। আপনারা জানেন খড়গপুরে একটা চাকরি করতাম। এখান থেকে মাত্র ২ ঘণ্টার রাস্তা। খড়গপুরে একটা বড় সময় কাটিয়েছি আমি। ওখানে ক্রিকেট খেলতাম। ফুটবলও খেলতাম খুব। তা থেকেই এখানকার প্রতি আমার ভালবাসা তৈরি হয়েছে।”

এরপরই ধোনির কাছে প্রশ্ন আসে, ইডেনে এটাই তাঁর শেষ ম্যাচ? উত্তরে চেন্নাই অধিনায়ক বলেন, “আমার যা বলার ছিল, বলে দিয়েছি। ক্রিকেটজীবনের শেষ পর্যায় রয়েছি। যত দিন খেলব, তত দীর্ঘ হবে ক্রিকেটজীবন। সব থেকে গুরুত্বপূর্ণ, আমি পুরো বিষয়টা উপভোগ করতে পারছি কিনা।”

আরও পড়ুন:রাজস্থানকে ৭ রানে হারাল আরসিবি, নজির গড়লেন ডুপ্লেসি