শনিবার গুজরাত টাইটান্সের কাছে ম্যাচ হারলেও অনন্য নজির গড়েন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। টপকে গেলেন বিরাট কোহলিকে। গুজরাতের বিরুদ্ধে ৬৮ রান করেন লখনৌ অধিনায়ক। আর এই রান করতেই রেকর্ড গড়েন রাহুল। দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ফর্ম্যাটে সাত হাজার রান করলেন তিনি।

শনিবার গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ফর্ম্যাটে সাত হাজার রান করেন রাহুল। বিশ্বের তৃতীয় দ্রুততম হিসাবে এই নজির গড়েছেন তিনি। এক্ষেত্রে টপকে গিয়েছেন বিরাটকে। সাত হাজার রান করতে এখনও পযর্ন্ত রাহুল নিয়েছেন ১৯৭টি ইনিংস। কোহলি নিয়েছিলেন ২১২টি ইনিংস। কোহলির পরেই রয়েছেন শিখর ধাওয়ান। তিনি ২৪৬ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন। এরপরেই রয়েছেন সুরেশ রায়না, রোহিত শর্মা এবং রবিন উথাপ্পা।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস











































































































































