নিয়োগ দুর্নীতি মামলায় লেনদেনের দায় বন্ধু অয়ন শীলের (Ayan Seal) উপরেই চাপালেন শ্বেতা চক্রবর্তী (Sweta Chakraborty)। ED-র জিজ্ঞাসাবাদে শ্বেতা জানালেন, তাঁর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও তা নিয়ন্ত্রণ করতেন বন্ধু অয়ন। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শ্বেতা চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) ৪কোটি টাকা লেনদেন হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে খবর, এই বিপুল লেনদেন সম্পর্কে শ্বেতা সব দায় চাপিয়েছেন বন্ধু অয়ন শীলের উপরে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাঁর নামে থাকলেও, নিয়ন্ত্রণ ছিল অয়নের। এমনকী, টাকার উৎস কী তাও তিনি জানতেন না বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন অয়নের বান্ধবী।
আরও পড়ুন- সরকারি বাংলো ছাড়লেন রাহুল, নয়া ঠিকানা মায়ের ১০ জনপথ রোড
ইডি সূত্রে খবর, অয়ন নিয়োগ দুর্নীতির টাকা আত্মীয়-বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করে। এই তালিকায় ছিলেন বান্ধবী শ্বেতাও। তবে, শ্বেতার দাবি সত্ত্বেও তাঁর গাড়ি বা ফ্ল্যাটের বিষয়টি সন্দেহের বাইরে রাখছেন না তদন্তকারীরা।



































































































































