ফের বেপরোয়া গতির বলি শহরে। শনিবার, সল্টলেকের (Saltlake) জিসি আইল্যান্ডের কাছে সরকারি বাসের নিয়ন্ত্রণহীন গতির ফলে মৃত্যু হল এক রিক্সা চালকের। আহত বেশ কয়েকজন। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পলাতক বাস (Bus) চালক।

প্রত্যক্ষদর্শীদের সূত্র অনুয়ায়ী, এদিন বেলা বারোটা নাগাদ ইএম বাইপাস (EM Bypass) থেকে সল্টলেকে দিকে ঢুকছিল এস ৯ রুটের একটি সরকারি বাস। অভিযোগ, সিগন্যাল না মেনেই তীব্র গতিতে সল্টলেকে ঢোকেন চালক। জিসি আইল্যান্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখে দুটি রিক্সায় ধাক্কা মারে বাসটি। গতি এতই বেশি ছিল যে এর পরে রাস্তার ডিভাইডারে উঠে গিয়ে একটি গাছ ও পরে পাঁচিলে ধাক্কা মারে বাসটি। উদ্ধারে পৌঁছন স্থানীয়রা। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গিয়ে আহত ২ রিক্সাচালক-সহ বাকিদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই এক রিক্সাচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাসের বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।

মৃত রিক্সা চালকের নাম বৃন্দাবন প্রধান৷ তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। পরিবারকে নিয়ে কেষ্টপুরে ঘর ভাড়া করে থাকতেন। দুর্ঘটনার পর থেকেই পলাতক বাস চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সরকারি বাস ট্রাফিক সিগনাল (Traffic Signal) মানে না, তীব্র গতিতে বাস চলে বলে অভিযোগ করেছেন সল্টলেকের বাসিন্দা।
আরও পড়ুন:কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটে কোটি কোটি টাকা আয় গুগল CEO-র! অঙ্ক জানলে চমকে উঠবেন










































































































































