সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে। ৭৭ রানে অপরাজিত তিনি। বল হাতে তিন উইকেট রবীন্দ্র জাদেজার।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান করেন অভিষেক শর্মা। ২১ রান করেন ত্রিপাঠী। ১২ রান মারকাম। মার্ক জনসেন ১৭ রানে অপরাজিত। চেন্নাইয়ের হয়ের তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। একটি করেন উইকেট নেন আকাশ সিং, থিকসানা, এবং পাথিরানা।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় চেন্নাই। সিএসকের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে। ৭৭ রানে অপরাজিত তিনি। ৩৫ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। অজিঙ্কে রাহানে করেন ৯ রান। হায়দরাবাদের হয়ে দুই উইকেট নেন মায়াঙ্ক মারকান্ডে।
আরও পড়ুন:আইপিএল-এর প্লে-অফের সূচি ঘোষণা বিসিসিআইয়ের










































































































































