প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর নিরাপত্তা মামলায় ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

0
2

রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর নিরাপত্তা সংক্রান্ত মামলায় এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্যসরকার। অবসরপ্রাপ্ত এই আইপিএস অফিসারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্যসরকার।

পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা অবসরের পরেও রাজ্যের তরফ থেকে নিরাপত্তা পেয়ে থাকেন। কিন্তু প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে হাইকোর্টে মামলা করেন পঙ্কজবাবু। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানিতে প্রশ্ন তোলেন নিরাপত্তার বিষয়ে কেন সকলের জন্য এক নিয়ম হবে না? সেই নিয়ে রাজ্যের কাছে রিপোর্টও চায়। নিরাপত্তা প্রত্যাহার নিয়ে পুলিশ যে রিপোর্ট দিয়েছে তাতেও অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। এরপর নির্দেশ দেওয়া হয় অবিলম্বে প্রাক্তন আইজির নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার। কিন্তু তারপরও নিরাপত্তা না দেওয়ায় শুক্রবার রাজাশেখর মান্থার এজলাসে এই নিয়ে প্রশ্ন ওঠে।

এখানেই রাজ্যসরকারের তরফে জানানো হয়, ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। আগামী ১ মে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছ। যেহেতু মামলা ডিভিশন বেঞ্চে গেছে তাই এখনই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনবেন না বলে জানান বিচারপতি মান্থা। আগামী ১০ মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।