রামপুরহাটে সোনার দোকানে ডাকাতি করতে আসে ডাকাত দল। খবর পেয়ে দোকান ঘিরে ফেলে এলাকার মানুষ। খবর দেওয়া হয় পুলিশেও। দোকান ঘিরে ফেলে পুলিশের বাহিনীও। শুরু হয় মাইকিং। আত্মসমর্পণ করতে বলা হয় ডাকাত দলকে। ওড়ানো হোয়াইট ড্রোনও। কিন্তু পুলিশের সব চেষ্টায় জল ঢেলে চম্পট দেয় ডাকাত দল।

আরও পড়ুন:”যারা মামলা করেছে, তাদের শেষ দেখে ছাড়ব”, প্রকাশ্যে হুমকি “চাকরি চোর” বিজেপি নেতার

বীরভূমের রামপুরহাটে ভর সন্ধ্যায় একটি সোনার দোকানে ভয়ঙ্কর ঘটনা। জানা যায় চার জনের একটি ডাকাত দল সোনার দোকানে চুরি করতে ঢুকেছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ডাকাতদের আত্মসমর্পণ করতে বলে মাইকিং শুরু করে। ডাকাতের দলকে বাইরে বেরিয়ে এসে আত্মসমর্পণ করতে বলা হয়। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে সন্দেহ করে পুলিশ। টানটান উত্তেজনা তৈরি হয়। ডাকাতির খবর পেয়ে আশপাশের এলাকার মানুষজনও দোকানের সামনে গিয়ে ভিড় করেন।কিন্তু আচমকাই পিছনের পাঁচিল টপকে উধাও হয়ে যায় ডাকাত দল।


ডাকাতদের অবস্থান জানতে দোকানের বাইরে ড্রোনও ওড়ানো হয়। বেগতিক দেখে দোকানের ভেতরে থাকা অন্য একটি দরজা খুলে পাঁচিল টপকে পুলিশের নজর এঁড়িয়ে পালিয়ে যায় ডাকাত দল। পুলিশ দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।








































































































































