অপেক্ষার অবসান, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই যাত্রী নিয়ে গঙ্গার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। এর আগে গঙ্গার ভেতরের টানেল দিয়ে মেট্রো রেক কতটা কাজ করছে তার পরীক্ষা করেছিলেন কর্তারা। এবার সাংবাদিকদের সফর সঙ্গী করল কলকাতা মেট্রো রেল (KMRC)। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (Howrah Maidan to Esplanade) পূর্ণাঙ্গ গতিতে দৌড়ল মেট্রো। গঙ্গার তলা দিয়ে প্রায় ৫২০ মিটার টানেল পেরোতে সময় লাগল মাত্র ৪৬ সেকেন্ড।

কলকাতা মেট্রো রেলের তরফে এডমিনিস্ট্রেশনের জেনারেল ম্যানেজার এ কে নন্দী (A K Nandi) জানান, আজ বৃহস্পতিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রোর কাজ চলছে তার দ্বিতীয় ট্রায়াল রান করা হয়। এদিন গতি, বাঁক, এমারজেন্সি ব্রেক পরীক্ষা করা হয়েছে৷ প্রসঙ্গত এক সপ্তাহ আগে গত বুধবারই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নবনির্মিত হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছয় মেট্রোর দু’টি রেক। এখনও পর্যন্ত কোন ত্রুটি ধরা পরিনি। তাই মনে করা হচ্ছে সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই যাত্রীদের নিয়ে গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। কিছু মেট্রো স্টেশনের কাজ বাকি রয়েছে। যদিও মেট্রো লাইনের সমস্ত কাজ শেষ। হুগলি নদীর ৩০ মিটার নিচে দিয়ে যাচ্ছে এই মেট্রো লাইন । তাই খুব স্বাভাবিকভাবেই সুরক্ষায় কোনও রকমের আপোষ করতে চান না মেট্রো কর্তারা।






































































































































