অফিস থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু তার আগেই ঘটে গেল দুর্ঘটনার শিকার হয়ে মর্মান্তিক পরিণতি বহুজাতিক সংস্থার দুই কর্মীর। মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ অফিস শেষ করে বেহালা থেকে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নীচে পড়ে বাইকটি।তারপরই ট্রাকের ভারি চাকায় পিষ্ট হয়ে মৃ্ত্যু হয় তাঁদের।
আরও পড়ুন:হায়দরাবাদকে ১৪ রানে হারাল মুম্বই, ৬৪ রানে অপরাজিত গ্রীন


পুলিশ সূত্রে খবর, মৃত দু জনের একজন হলেন শুভেন্দু দাস (৪৮)। তিনি বেলগাছিয়ার বাসিন্দা। অন্যজন হলেন সুব্রত রায় (৫০)। তিনি থাকেন বিরাটিতে। উভয়ই একটি নামী বহুজাতিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল অফিস শেষ করে রাত্রি সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরছিলেন দু’জন। বেহালা থেকে বাইকে চড়ে বাড়ি উদ্দেশ্যে রওনা দেন। তখনই আচমকা ঘটে যায় দুর্ঘটনা।










































































































































