তৃণমূলের মহিলা কাউন্সিলরকে বেধড়ক মা.রধর! কিন্তু কেন?

0
3

ওয়ার্ড অফিসে ঢুকে তৃণমূল মহিলা কাউন্সিলরলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। চুলের মুঠি ধরে মহিলা কাউন্সিলরের পোশাক ছিঁড়ে সম্মানহানি করার চেষ্টা সহ হুমকির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা নদিয়ার কল্যানী পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড অফিসের।

আরও পড়ুন:ইউক্রেন যু.দ্ধের আবহেই ভারত সফরে রুশ উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্তুরভ

অভিযোগ, সোমবার রাতে কল্যাণী পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাসন্তী দাস তাঁর অফিসে বসে কাজ করছিলেন। সেই সময় আরও বেশ কয়েকজন মহিলা সহ একজন মহিলা পৌরকর্মীও ছিলেন। আচমকা কয়েকজন যুবক ওয়ার্ড অফিসে ঢুকে মোবাইল ফোনে ছবি তুলতে শুরু করে। কাউন্সিলের অভিযোগ প্রতিবাদ করতেই ওই যুবকরা তাঁর এবং ওয়ার্ড অফিসে থাকা পুরো কর্মী ও অন্যান্য মহিলাদের উপর চড়াও হয়। মারধর করা হয় কাউন্সিলরকে। এমনকি চুলের মুঠি ধরে মারার অভিযোগও ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

কিন্তু ঠিক কী কারণে আচমকা একেবারে ওয়ার্ড অফিসে ঢুকে কাউন্সিলরের উপর হামলা, তা নয় ধোঁয়াশা রয়েছে। রাতেই কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর বাসন্তী দাস।