লাল-হলুদে সলমানের শো, সঙ্গী সোনাক্ষী-প্রভু দেবা-জ্যাকলিন, টিকিট অনলাইনে

0
2

১৩ মে ইস্টবেঙ্গলে পারফর্ম করতে আসছেন বলিউড তারকা সলমান খান। লাল-হলুদের শতবর্ষ উদযাপন করতে ইস্টবেঙ্গলে বসছে ‘দ‍্যা-বাং ট‍্যুর’। এই অনুষ্ঠানে সলমান খানের সঙ্গে আসছেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবা , জ্যাকলিন ফার্নান্ডেজ, পুজা হেগরে-সহ অনেকে। টিকিট পাওয়া যাবে অনলাইনে।

শতবর্ষের অনুষ্ঠান করোনার জন্য সেভাবে বড় করে করা সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের। তবে এবার বড় অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে লাল-হলুদ ক্লাব। সমর্থকদের জন‍্য এই উদ্দ‍্যোগ লাল-হলুদ কর্তাদের। সূত্রের খবর, শুধু ক্লাবে এসে অনুষ্ঠান করাই নয়, ক্লাব ঘুরে দেখারও পরিকল্পনা রয়েছে বলিউডের ভাইজানের।

এর আগে ৩ এপ্রিল ইস্টবেঙ্গল মাঠ পরিদর্শন করে গিয়েছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীরা এবং সলমান খানের টিম। সেই সময় সলমানের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ক্লাব ঘুরিয়ে দেখান ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার।

এর আগে অক্ষয় কুমার ও সোনাক্ষি সিনহাকে নিয়ে এসেছিলেন লাল-হলুদ কর্তারা। সেইসময় তাদের নিয়ে দারুণ উন্মাদনা তৈরি হয়েছিল। এবার লাল-হলুদে ভাইজান। উৎসব-উন্মাদনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:এগিয়ে থেকেও আইজলের সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের, সুপার কাপ থেকে বিদায় লাল-হলুদের