যৌথমঞ্চের আশ্রয়দাতা হিন্দু মহাসভা! লক্ষাধিক টাকার রসিদ প্রকাশ্যে এনে বিস্ফো.রক কুণাল

0
2

ডিএ’র দাবিতে দিল্লির বুকে গিয়ে আন্দোলন শুরু করেছে যৌথ সংগ্রামী মঞ্চ। তাদের এই আন্দোলনকে পুরোপুরি সমর্থন জানিয়েছে একাধিক সংগঠন। এই তালিকায় রয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasabha)। এই সংস্থার সঙ্গে যৌথমঞ্চের আর্থিক লেনদেরনের রসিদ প্রকাশ্যে এনে বিস্ফোরক টুইট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। যে নথি প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, যৌথ সংগ্রামী মঞ্চের(Sagrami Joutha Mancha) তরফে দেওয়া দুটি আলাদা বিলে ১ লক্ষ ও ৭৩ হাজার টাকা লেনদেন হয়েছে। রসিদ প্রকাশ্যে এনে কুণাল টুইট করে লিখেছেন, তাহলে বুঝে নিন যৌথমঞ্চ দিল্লিতে কাদের আশ্রয়ে ছিল, কোথায় ছিল।

ডিএ আন্দোলনের পিছনে যে বিরোধী জোটের ইন্ধন রয়েছে সে অভিযোগ আগেই করেছিল তৃণমূল। এমনকি এই মঞ্চে রাম, বাম ও কংগ্রেস নেতাদের উজ্জল উপস্থিতিও চোখে পড়েছে। ফের সেই ইস্যু তুলে ধরে ধরেছেন কুণাল ঘোষ। প্রকাশ্যে আনা রসিদের ছবির সঙ্গে কুণাল ঘোষ লেখেন, “এই রশিদগুলি আসল না নকল? যদি আসল হয়, তাহলে যৌথ মঞ্চ দিল্লিতে কাদের আশ্রয়ে ছিল, কোথায় ছিল বুঝে নিন। যদি এই টাকা দেওয়া হয়, তাহলে এত টাকা নগদে কেন? তাহলে টাকা কে বা কারা দিচ্ছে? কত টাকা উঠছে?” একইসঙ্গে তিনি যোগ করেন, “মঞ্চের পর্দার পেছনের মুখগুলো স্পষ্ট হচ্ছে। রামবামকং।” রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে তিনি আরও লেখেন, “যদি রশিদ ভুল হয়, মঞ্চ জানাক।”

 

উল্লেখ্য, বকেয়া ডিএ’র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চ। সেই আন্দোলন এবার পৌছে গিয়েছে দিল্লির দরবারে। সেখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সূচি রয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের। এই আন্দোলনে যে বিরোধীদের উস্কানি রয়েছে সে অভিযোগ আগেই তুলেছিল তৃণমূল। এবার হিন্দু মহাসভার সঙ্গে আর্থিক লেনদেনের নথি তুলে বিস্ফোরক কুণাল ঘোষ।