গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় পেল রাজস্থান রয়্যালস। এদিন হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় পায় সঞ্জু স্যামসনের দল। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন এবং হিটম্যায়ার।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করে গুজরাত। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাত। ঋদ্ধিমান সাহা ৪ রান করেন। ৪৫ রান করেন শুভমন গিল। ২০ রান করেন সাই সুর্দশন। ২৮ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মিলার করেন ৪৬ রান। রাজস্থানের হয়ে দুটি উইকেট নেন সন্দীপ শর্মা। একটি করে উইকেট নেন বোল্ট,জাম্পা এবং চ্যাহাল।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় রাজস্থান। সৌজন্যে অধিনায়ক সঞ্জু স্যামসন এবং হিটম্যায়ার। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি রাজস্থানের। যশস্বী জসওয়াল মাত্র ১ রানে আউট হন। শূন্য রান করেন জস বাটলার। ৬০ রান করেন অধিনায়ক সঞ্জু। ৫৬ রানে অপরাজিত হিটম্যায়ার। গুজরাতের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। দুটি উইকেট নেন রশিদ খান। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং নুর আহমেদ।
আরও পড়ুন:আইপিএল-এ অভিষেক, ছেলে অর্জুনের জন্য বিশেষ বার্তা সচিনের










































































































































