গত শুক্রবার বীরভূমের(Birbhum) মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। বীরভূমের মাটিতে দাঁড়িয়েই এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা নিশানা করলেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম(Firhad Hakim)। গরু পাচার মামলায় স্বরাষ্ট্র মন্ত্রকের(home ministry) যোগ রয়েছে বলে সরাসরি অভিযোগ করলেন ফিরহাদ। একই সঙ্গে জানালেন আমাদের নেতাকে বিনা কারণে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে।

গত শুক্রবার বীরভূমে শাহি সভার পর রবিবার সিউড়িতে পালটা সভার আয়োজন করে তৃণমূল। অনুব্রতহীন বীরভূমের সেই সভায় যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকেই একাধিক ইস্যুতে অমিত শাহকে নিশানা করেন তিনি। উঠে আসে গরুপাচার প্রসঙ্গ। এদিন ফের অনুব্রতর হয়ে সওয়াল করেন ফিরহাদ হাকিম। বলেন, “আমাদের নেতাকে বিনা কারণে গরুপাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।” এরপরই গরুপাচারের দায় বিজেপির উপর চাপান ফিরহাদ। তিনি বলেন, “উত্তরপ্রদেশ থেকে গরু আসে। যায় বাংলাদেশে। সীমান্তে থাকে কেন্দ্রের বিএসএফ। এখানে মাঝখান থেকে তৃণমূলকে জুড়লে কী করে হবে?” এ পরি তার দাবি গরু পাচারের টাকা যায় উত্তর প্রদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রকে। আর এই ঘটনায় বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ফিরহাদ।
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও অনুব্রতর হয়ে সুর চড়িয়ে ছিলেন ফিরহাদ (Firhad Hakim)। বলেছিলেন, “অনুব্রত মণ্ডল বাঘ। ওঁকে চিরকাল খাঁচায় আটকে রাখা যাবে না।”








































































































































