আজ পয়লা বৈশাখ। বাঙালির নববর্ষ। আর নববর্ষে বাংলার ফুটবলে শুরু নতুন মরশুম। আজকের দিনে বার পুজো করে আগামী মরশুমের শুভ সূচনা করা হয়। আর এই বিশেষ দিনে সকালে মোহনবাগানের চুনী গোস্বামী গেট উদ্বোধন করলেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। এদিন সকালে ফিতে কেটে চুনী গোস্বামী গেট উদ্বোধন করলেন তিনি।
এদিনের অনুষ্ঠানে সুনীল গাভাস্কর ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী। মন্ত্রী বাবুল সুপ্রিয়, বাগান সভাপতি স্বপনসাধন বোস-সহ অন্য ক্লাবকর্তারা। ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস-সহ অনেকেই।
এদিনের অনুষ্ঠানে সুনীল গাভাস্করের মুখে উঠে এল অতীতের স্মৃতি। চুনী গোস্বামীর সঙ্গে খেলার অভিজ্ঞতা শোনান তিনি। গাভাস্কর বলেন,”ভারতীয় ফুটবলের একজন আইকন চুনীদার নামাঙ্কিত এই গেটের উদ্বোধন করতে পারাটা আমার কাছে পরম সৌভাগ্যের। আমার ওঁর বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল। আমায় এই সুযোগটা দেওয়ার জন্য মোহনবাগানের সকলকে অনেক ধন্যবাদ।”
এরপর তিনি আরও বলেন,”আমার ছেলে ভীষণ বড় মোহনবাগান সমর্থক। আমাকে যখন এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন ও খবরটা শুনে দারুণ খুশি হয়েছিল। আমার মতে চুনী গোস্বামী ভারতীয় ফুটবলের ব্র্যাডম্যান। তাঁর নামাঙ্কিত গেট উদ্বোধন করাটা তাই আমার কাছে দারুণ গর্বের।”
বাগান সচিব দেবাশিস দত্ত বলেন,” আমাদের সৌভাগ্য উনি আসলেন। উনি চুনী গোস্বামী মোহনবাগানের নাম শুনেই বললেন আসবেন। এরজন্য ধন্যবাদ দিতে চাই বাবুল সুপ্রিয়কে। ”
এদিন নববর্ষ উপলক্ষে সেজে ওঠে মোহনবাগান ক্লাব। বার পুজোর এই বিশেষ দিনে আয়োজিত এই অনুষ্ঠানে সুনীল গাভাস্করের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক, মিষ্টির হাঁড়ি, মিষ্টি দই। একটি ব্যাটে অটোগ্রাফ দেন তিরাশির বিশ্বকাপ জয়ী নায়ক। ঐতিহ্যবাহী ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপ্লুত গাভাস্কর।





























































































































