বৃহস্পতিবার পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে ফের আইপিএল-এর জয়ের রাস্তায় ফিরেছে গুজরাত টাইটান্স। গুজরাতের হয়ে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মোহিত শর্মা। ব্যাট হাতে অর্ধশতরান করেন শুভমন গিল। ৬৭ রান করেন তিনি। গুজরাতের হয়ে সর্বোচ্চ রান করলেও, শুভমনের খেলায় খুশি নন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গিল ব্যক্তিগত মাইলফলকের লক্ষ্যে ব্যাটিং করছিলেন।

শুভমনের ইনিংস নিয়ে সেহবাগ বলেন,” ৪৯ বলে ও ৬৭ করেছে। তবে ফিফটি করতে কত বল নিয়েছে? ৪১-৪২ বল নিয়েছে হাফসেঞ্চুরি করতে। তারপর ৭-৮ বলে ১৭-১৮ রান করেছে। হাফসেঞ্চুরি করার পরেই ও রান তোলার গতি বাড়িয়েছিল। যদি সেটাও না ঘটত, তাহলে গুজরাতকে হয়ত শেষ ওভারে ৭ রানের বদলে ১৭ চেজ করতে হত।”

এখানেই না থেমে সেহবাগ আরও বলেন,”আমাকে ফিফটি করতে দাও, তারপর আমি তোমাদের ম্যাচ জিতিয়ে দেব, এরকম ব্যাটিং মানসিকতা মোটেই ভাল নয়। এটা ক্রিকেট। যখনই তুমি নিজের ব্যক্তিগত কীর্তির কথা ভাববে, সেই সময়ে ক্রিকেটই তোমাকে থাপ্পড় মারবে। এরকম ভাবনাই ভুল। যদি ও ২০০ স্ট্রাইক রেটের আশেপাশে ব্যাটিং করত, তাহলে আরও তাড়াতাড়ি ফিফটি করতে পারত। দলের হয়েও অনেক ডেলিভারি বাঁচাতে পারত।”
আরও পড়ুন:ইডেনে কেকেআর নামার আগে বিশেষ বার্তা লিটন দাসের










































































































































