Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল লখনৌ সুপার জায়ান্টস। হায়দরাবাদকে ৫ উইকেটে হারাল কে এল রাহুলের দল। লখনৌ-এর হয়ে তিন উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া। ব‍্যাট হাতেও দুরন্ত ইনিংস খেলেন তিনি। ব‍্যাট হাতে ৩৫ রান অধিনায়ক রাহুলের।

২) এই বছরেই বিশ্বকাপ ভারতে। তাই ভারতে খেলতে যেতে পারলে ভালো হত। তবে পারিবারিক সমস্যার কারণে দেশেই থাকতে হচ্ছে।” আইপিএল থেকে সরে যাওয়ার প্রথম প্রতিক্রিয়া বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানের।

৩) রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি ফলাফল ১-১। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে বসেছিল ছোটদের ডার্বি। আর সেই ডার্বিতে এগিয়ে থেকেও মোহনবাগানের সঙ্গে ১-১ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন দীপ সাহা। বাগানের হয়ে গোলটি করেন ফারদিন আলি মোল্লা।

৪) ইডেনে ম‍্যাচ জিতে অন‍্য মেজাজে বলিউডের পাঠান, বিরাটকে শেখালেন নাচ, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বুধবার ম‍্যাচের পর শাহরুখ আশে পাশের সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণের জন্য কোরিওগ্রাফারের ভূমিকা পালন করেন।

৫) আরসিবির বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা হয়ে শার্দুল বলেন,” জানি না কীভাবে এত ভাল খেলে দিলাম। কিন্তু সেই সময় স্কোরবোর্ড দেখলে যে কেউ বুঝতে পারতেন আমরা সমস্যার মধ্যে ছিলাম।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ