ভুটানের রাজার সঙ্গে বৈঠক মোদির, উঠল চিন ও ডোকলাম প্রসঙ্গ

0
3

ভারত(India) সফরে এসেছেন ভুটানের(Bhutan) রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক। সোমবার দিল্লিতে(Delhi) তাঁর সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, এই বৈঠকে উঠে এসেছে চিন(China) ও ডোকলাম(Dokalam) বিতর্ক। জানা গিয়েছে এই সমস্যা সমাধান করতে প্রথমবার ভুটান বেজিংয়ের অংশগ্রহণ চেয়েছে। ভুটানের এই আচরণে ভারত অস্বস্তির মধ্যে পড়েছে বলে মনে করছেন কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

সোমবার বিকেলে ৩ দিনের সফরে ভারতে এসেছেন ভুটানের রাজা। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকও হয় দু’জনের মধ্যে। মঙ্গলবার বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রা জানিয়েছেন, মোদির সঙ্গে নামগিয়েলের বৈঠকে দুই দেশের জাতীয় স্বার্থ এবং দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকে সরাসরি ডোকলাম এবং চিনের প্রসঙ্গের কথা বলেননি তিনি। উল্লেখ্য, দিনে দিনে চিনের আগ্রাসন কার্যত লাগাম ছাড়া হয়ে উঠেছে। ভারতীয় সেনা সম্প্রতি অভিযোগ তুলেছিল চিন এবং ভারত সীমান্ত লাগোয়া ডোকলামে ভুটানের জমিতে ঢুকে লাল ফৌজ ঘাঁটি গেড়ে সামরিক নির্মাণের কাজ চালাচ্ছে। উপগ্রহচিত্রেও তা দেখা গিয়েছিল। তবে সেই সময় নয়াদিল্লির অভিযোগ অস্বীকার করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।