হুগলির রিষড়ার পর এবার চুঁচুড়ায় অশান্তি পাকানোর চেষ্টা বিজেপির। বুধবার সকালে পুলিশ কমিশনারের দফতরে স্মারকলিপি জমা দেওয়ার নামে চুঁচুড়া শহরে অশান্তি সৃষ্টি করলো বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা।
এদিন পুলিশ কমিশনারের দফতরে স্মারকলিপি দেওয়ার কথা ছিল লকেট চ্যাটার্জীর নেতৃত্বে বিজেপির।বিজেপি সাংসদ এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশ কমিশনারের অফিসের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। তারপরেই পুলিশের সঙ্গে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা।
এই ঘটনায় অশান্ত হয়ে ওঠে চুঁচুড়া শহর।বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয় এলাকায়।এরপর ব্যাপক অশান্তির পরে স্মারকলিপি জমা দেন বিজেপি সাংসদ ও বিজেপির কিছু কর্মী।সিপির অফিসের সামনে বিজেপি কর্মীরা ধরনায় বসেন।




































































































































