দিল্লিকে ৬ উইকেটে হারাল গুজরাত, ম‍্যাচের সেরা সাই সুদর্শন

0
2

আইপিএল-এর দ্বিতীয় ম‍্যাচেও জয় পেল গুজরাত টাইটান্স। এদিন দিল্লির ঘরের মাঠে দিল্লি ক‍্যাপিটালসকে হারাল ৬ উইকেটে। গুজরাতের হয়ে তিনটি করে উইকেট মহম্মদ শামি এবং রশিদ খানের। দুরন্ত ব‍্যাটিং সাই সুদর্শনের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় গুজরাত। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে দিল্লি। দিল্লির হয়ে ৩৭ রান অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। ৭ রান করেন পৃথ্বি শা। দিল্লির হয়ে অভিষেক হয় বাংলার অভিষেক পোড়েলের। ২০ রান করেন তিনি। শারফারাজ খান করেন ৩০ রান। অক্ষর প‍্যাটেল করেন ৩৬ রান। গুজরাতে হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং রশিদ খান। দুই উইকেট নেন যোসেপ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় গুজরাত। গুজরাতের হয়ে দুরন্ত ইনিংস সাই সুদর্শন-এর। ৬২ রানে অপরাজিত তিনি। ৩১ রানে অপরাজিত মিলার। ১৪ রান করেন ঋদ্ধিমান সাহার। ১৪ রান শুভমন গিলের। অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেন ৫ রান। দিল্লির হয়ে দুই উইকেট নর্টেজ-এর। একটি করে উইকেট খলিল আহমেদ এবং মিচেল মার্শ।

আরও পড়ুন:দলকে সমর্থন করতে মাঠে হাজির পন্থ