সাতসকালেই মহানগরে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশের কিয়স্কে গিয়ে ধাক্কা মারল মোটরবাইক। তাতে মৃত্যু হল বাইকের একজন আরোহীর। অন্য একজন আহত হয়েছেন। তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:চলন্ত ট্রেনে সহযাত্রীর গায়ে আ*গুন লাগিয়ে চম্পট দু*ষ্কৃতীর! মৃ*ত ৩
সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ রাসবিহারী কানেক্টরের বকুলতলা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত বাইক আরোহীর নাম অরিজিৎ শীল। তিনিই বাইকটি চালাচ্ছিলেন। বকুলতলা মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অরিজিৎ। প্রথমে একটি ডিভাইডারে ধাক্কা মারার পর রাস্তার পাশে ট্রাফিক পুলিশের কিয়স্কে ধাক্কা মারে বাইকটি। তারপর আরও খানিকটা এগিয়ে গিয়ে থামে সেটি। ছিটকে পড়ে যান অরিজিৎ এবং তাঁর পেছনে বসে থাকা সৈকত। পুলিশকে তড়িঘড়ি দুর্ঘটনার খবর দেন রাস্তায় শুয়ে থাকা এক ব্যক্তি। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে কসবা থানার পুলিশ ।


পুলিশ জানিয়েছে, অরিজিৎ ও সৈকতকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা অরিজিৎকে মৃত বলে ঘোষণা করেন। সৈকতকে পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, অরিজিৎ ও সৈকত দু’জনেই কসবা রাজডাঙ্গা এলাকার বাসিন্দা।তাঁদের দুজনের মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ।তবে কী করে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়লেন বাইক আরোহী, তা খতিয়ে দেখছে পুলিশ।








































































































































