আগামিকাল আইপিএলের অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ আরসিবি। তবে তার আগে নেটিজেনদের মন কাড়লেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে একের পর এক চার-ছক্কা হাকিয়ে দেশবাসীর মন জয় করেছেন রোহিত। আর এবার অভিনয় দিয়েও মন জয় করলেন শর্মাজি। হ্যাঁ ঠিকই শুনছেন। অভিনয় করে মন কেড়েছেন নেটিজেনদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেই ভিডিও মন কেড়েছে নেটিজেনদের।

এদিন একটি ভিডিও ভাইরর হয়। মুম্বই ইন্ডিয়ান্স যে হোটেলে রয়েছে সেই হোটেলেরই নীচে একটি মজার ভিডিও করেছেন রোহিত। সেখানে দেখা যাচ্ছে, হোটেলের লনে ঘুরে বেড়াচ্ছেন রোহিত। আর তাঁর দিকে তাকিয়ে রয়েছেন দুই যুবক। তাঁদের দেখে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা জিজ্ঞাসা করেন, তাঁরা কেন তাকিয়ে রয়েছেন? জবাবে এক যুবক বলেন, “আমরা আপনাকে দেখছিলাম। কারণ আমার মা বারবার বলে শর্মাজির ছেলেকে দেখে শিখতে। তাই আপনাকে দেখছিলাম।”
Rohit sharma is an underrated actor 😂 pic.twitter.com/StNoO8nGXQ
— Ansh Shah (@asmemesss) March 30, 2023

আর এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল। রোহিতের অভিনয় মন কেড়েছে নেটিজেনদের। মজার মজার কমেন্টে করেছেন রোহিত-ভক্তরা। তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন সবাই। কেউ কেউ আবার তুলনা করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে।
আরও পড়ুন:বড় ধাক্কা গুজরাত শিবিরে, আইপিএল-এ অনিশ্চিত উইলিয়ামসন : রিপোর্ট










































































































































