আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। চোটের কারণে আইপিএল-এ নেই যশপ্রীত বুমরাহ। আর এদিন বুমরাহ-এর পরিবর্ত ক্রিকেটার ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স। বুমরাহের জায়গায় এলেন ভারতীয় পেসার সন্দীপ ওয়ারিয়র। এতদিন ঘোষণা না করলেও আইপিএল শুরুর দিন যশপ্রীত বুমরাহর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিল মুম্বই কর্তৃপক্ষ।

এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন ওয়ারিয়র। কলকাতার হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন ওয়ারিয়র। ২০১৯-২০২১ সাল অবধি কলকাতা দলে ছিলেন ওয়ারিয়র। তবে আরসিবির হয়ে কোন ম্যাচ খেলেননি তিনি।

আগামী ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন:নিউজিল্যান্ডের কাছে হার, একদিনের বিশ্বকাপে বিপাকে লঙ্কানরা










































































































































