বিজেপি(BJP) ও আম আদমি পার্টির(AAP) রাজনৈতিক সংঘাতের মাঝেই ফের দিল্লি(Delhi) জুড়ে পোস্টার(Postar)। যেখানে লেখা দেশের প্রধানমন্ত্রীর(Prime Minister) কি শিক্ষিত হওয়া উচিত? রাজধানী জুড়ে এই পোস্টারে ক্ষুব্ধ বিজেপি। তাদের দাবি, এই পোস্টারের মাধ্যমে প্রকারন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

বৃহস্পতিবার দিল্লির রাস্তাঘাটে, দেওয়ালে নীল রঙের প্রচ্ছদপটে সাদা কালিতে অসংখ্য পোস্টার দেখা যায়। যেখানে হিন্দিতে লেখা ‘ভারতের প্রধানমন্ত্রীর কি শিক্ষিত হওয়া উচিত?’ এই পোস্টার কে বা কারা দিয়েছে তা না জানা গেলেও বিজেপির দাবি আম আদমি পার্টির তরফে সাটানো হয়েছে এই পোস্টার। উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে আপের এক জনসভায় ‘মোদি হটাও দেশ বাঁচাও’ স্লোগান তোলেন আপ নেতা-কর্মীরা। এই পোস্টার ব্যাপকভাবে সাটানো হয়েছিল দিল্লির রাস্তায়। এই ঘটনায় প্রায় ১০০ এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। গ্রেপ্তার করা হয় ৬ ব্যক্তিকে। সেই ঘটনার পর ফের রাজধানীর রাস্তায় পোস্টার রাজনীতি।











































































































































