একদিনের বিশ্বকাপের ফাইনাল হতে পারে এই স্টেডিয়ামে, ভারত-পাকিস্তান ম‍্যাচ নিয়ে এল বড় আপডেট : রিপোর্ট 

0
2

চলতি বছর অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। তার প্রস্তুতি ব‍্যস্ত। এরই মধ‍্যে ম‍্যাচের ভেন্যু নিয়ে প্রকাশ‍্যে এল কিছু তথ‍্য। সূত্রের খবর, একদিনের বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচ হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। একটি সেমিফাইনাল হতে পারে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এমনটাই সূত্রের খবর। যদিও আরেকটি সেমিফাইনালের ম‍্যাচের ভেন্যুর কোন খবর সামনে আসেনি। এছাড়াও জানা যাচ্ছে, বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ হবে। আর বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, মোট ১২টি শহরে ম্যাচগুলি হবে, এমনটাই সূত্রের খবর।

এদিকে ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায়, পাকিস্তান ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসবে কিনা, তা জানা যায়নি। সূত্রের খবর, যদি পাকিস্তান খেলতে আসে, তাহলে পাকিস্তানের ম‍্যাচ হওয়ার ক্ষেত্রে এগিয়ে দিল্লি অথবা চেন্নাই। আর যদি পাকিস্তান একদিনের বিশ্বকাপ খেলতে না আসে, পাকিস্তানের ম্যাচগুলি হতে পারে বাংলাদেশে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। ভারত যেহেতু এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না, তাই তারাও একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায় না। নিজেদের আপত্তির কথা আইসিসিকে ইতিমধ্যেই জানিয়েছেন পাক কর্তারা।যদিও বোর্ড বা আইসিসি-র কর্তারা এখনও কোনও কিছুই নিশ্চিত ভাবে বলছেন না। এই নিয়ে কিছু মুখ খোলেনি।

আরও পড়ুন:Breakfast news :. ব্রেকফাস্ট নিউজ