কর্ণাটকে বিধানসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বুধবার সাংবাদিক বৈঠক করে সকাল সাড়ে ১১টা নাগাদ নির্বাচনের দিন ঘোষণা করা হবে। আগামী ২৪ মে কর্ণাটক বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে। তার আগে আজ ২২৪ আসনের নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে।

আরও পড়ুন:তিলজলাকাণ্ডে রাজনৈতিক অ*ভিসন্ধি নেই তো? উঠছে প্রশ্ন

আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে কংগ্রেস, জেডিএস-ও। ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস প্রথম দফার ১২৪টি এবং ৯৩ আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আগেরবার বিধানসভা ভোটে ১১৯টি আসন একা জিতেছিল বিজেপি।


বিগত কয়েক বছর ধরেই কর্ণাটকে দুর্নীতির অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। অন্যদিকে, সংরক্ষণ ঘিরে ক্ষমতাসীন বাসবরাজ বোম্মাই সরকারের নতুন পদক্ষেপকে ঘিরে দ্বিতীয় বার কর্ণাটক জয়ের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির।ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে হেভিওয়েট বিজেপি নেতারা নির্বাচনী প্রচার শুরু করেছেন।পিছিয়ে নেই কংগ্রেসও। বিজেপির দুর্নীতিকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে নেমেছে তারা।








































































































































