বাংলো ছেড়ে দেব: সরকারি নোটিশের পাল্টা জবাব দিয়ে চিঠি রাহুলের

0
3

সাংসদ পদ হারিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। এর ফলে সাংসদ হিসেবে বরাদ্দ সরকারি বাংলো ৩০ দিনের মধ্যে ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। এই নোটিশের জবাবে রাহুল গান্ধী জানিয়ে দিলেন তুঘলক রোডের বাংলো ছেড়ে দেবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। অন্যদিকে সরকার পক্ষের পাঠানো এই নোটিশ রাহুলের প্রতি বিদ্বেষ মূলক আচরণের বহিঃপ্রকাশ বলে পাল্টা তোপ দেগেছে কংগ্রেস(Congress)।

লোকসভার হাউজিং কমিটির পাঠানো নোটিশ পাওয়ার পর একটি চিঠি পাঠিয়ে রাহুল জানান, “জনগণের ইচ্ছায় গত চার বারের সাংসদ হওয়ার সুবাদে আমি এখানে ভাল সময় কাটিয়েছি। এখানে আমার সুখের স্মৃতিও তৈরি হয়েছে। আমার অধিকারের প্রতি পক্ষপাত না করে আমি চিঠিতে থাকা নির্দেশ মেনে নেব।” এদিকে সরকার পক্ষের এহেন চিঠিকে রাহুলের প্রতি প্রতিহিংসামুলক আচরণ বলে তোপ দেগেছে কংগ্রেস। এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, “এই ঘটনা এটাই প্রমাণ করে যে বিজেপির রাহুল গান্ধীর উপর কতখানি বিদ্বেষ। নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়ার পর ৩০ দিন ওই বাড়িতে থাকা যেতে পারে। ৩০ দিনের পর বাজার মূল্যে ভাড়া দিয়েও থাকা যায় ওই বাড়িতে। কারণ রাহুল গান্ধী ‘জেড প্লাস’ নিরাপত্তার আওতায় পড়েন।”

উল্লেখ্য, সাংসদ পদ খোয়ানোর পর গত সোমবার রাহুলকে এক মাসের মধ্যে তাঁর সরকারি বাংলো খালি করে দেওয়ার নোটিস দেয় লোকসভার হাউজিং কমিটি। রাহুল ২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ। তাই নিয়ম মেনেই দিল্লিতে ১২ তুঘলক লেনে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা ছিল এত দিন। ২০০৫ থেকে তিনি ওই বাংলোয় থাকছিলেন। জানা যাচ্ছে, সরকারি বাংলো ছাড়ার পর আপাতত মা সোনিয়ার সঙ্গে ১০ জনপথের বাংলোয় থাকতে শুরু করতে পারেন রাহুল।