তিলজলাকাণ্ডে ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর খুন, প্রতিবাদে বন্ডেল গেট রোডে পথ অবরোধ স্থানীয়দের। অবরোধের জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ।
এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। এদিন পুলিশকে লক্ষ্য করে ঢিলও ছোড়া হয় বলে অভিযোগ। এমনকী পুলিশের গাড়িতে আগুনও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
গতকাল রাত থেকেই উত্তাল ওঠে তিলজলা এলাকা। তিলজলা থানার সামনেও বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে দু’জন মহিলাকে আটক করে পুলিশ। পাশাপাশি ওই এলাকায় ২০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়। স্থানীয়দের আরও অভিযোগ, একটি শিশু কন্যাকে খুঁজতে মাত্র দু’জন পুলিশ পাঠানো হয়েছিল। আর বিক্ষোভ হটাতে ২০০ জন পুলিশ। সোমবার সকালেও উত্তাল হয়ে ওঠে তিলজলা এলাকা। দুজন মহিলাকে আটক করার প্রতিবাদে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয়েছে বন্ডেল রোড। এখনও চলছে সেই অবরোধ।




































































































































