কেরালা হাই কোর্টে খারিজ হল রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Governor Arif Mohammad Khan) নির্দেশ। কেরালা বিশ্ববিদ্যালয়ের (Kerala University) আচার্য হিসেবে ১৫ জন সেনেট সদস্যকে বাতিল করেছিলেন সেই রাজ্যের সাংবিধানিক প্রধান। সেই মামলায় কেরালার রাজ্যপালের আদেশকে খারিজ করে কেরালা হাই কোর্ট।

অবিজেপি রাজ্যে রাজ্যপাল পাঠিয়ে রাজ্য সরকারকে বিরক্ত করার মোদি সরকারের ষড়যন্ত্রের শিকার কেরালাও। সেখানেও রাজ্য সরকারের সব সিদ্ধান্তে নাক গলিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে। ২০২২ সালের অক্টোবরে ১৫ জন সেনেট সদস্যকে বাতিল করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কেরালা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেই মামলায় আচার্য তথা রাজ্যপালের নির্দেশিকাকে খারিজ করল কেরালা হাইকোর্ট।











































































































































