ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) মহড়ার সময় ‘ভুলবশত’ নিক্ষেপ হওয়া ক্ষেপ*ণাস্ত্রের বি.স্ফোরণ (Missile Explosion)। আতঙ্কিত গ্রামবাসীরা। শুক্রবার পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে (field firing range) মহড়া চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণে তিনটি সারফেস-টু-এয়ার মিসাইল ভুল করে ছোড়া হয়েছে বলে সেনা সূত্রে দাবি করা হয়েছে। তিনটি ক্ষেপ*ণাস্ত্রই পাল্লার বাইরে গিয়ে বিভিন্ন গ্রামের ক্ষেতে গিয়ে পড়ে এবং বিকট শব্দে বি*স্ফোরণ ঘটায়। যদিও এই ঘটনায় কোনও হতা*হতের খবর নেই।


রাজস্থানের জয়সলমীরে তিনটি ক্ষে*পণাস্ত্র ভুলবশত নিক্ষেপ করা হয়েছিল বলে জানা গেলেও দুটি ক্ষেপণাস্ত্রের সন্ধান মিলেছে। ওই ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা ১০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে বলে ভারতীয় সেনা সূত্রে (Indian Army) খবর ।ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের কারণে যে ক্ষেতের মধ্যে সেগুলো পড়েছিল সেখানে বড় বড় গর্ত হয়েছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। আজাসার গ্রামের একটি ক্ষেতে একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গিয়েছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি পাওয়া গিয়েছে অন্য একটি ক্ষেতে। যদিও তৃতীয় ক্ষেপণাস্ত্রটির কোনও খোঁজ এখনও মেলেনি। কিন্তু এত বড় ভুল হল কী করে? প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা জানিয়েছেন, সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ১০ থেকে ২৫ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষা করে দেখছিলেন। তখন প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে সেনা সূত্রে খবর।





































































































































