অয়নের একাধিক ব্যাঙ্ক লকারের সমান অংশীদার কাকলি, ধোঁ*য়াশা বাড়ছে ইডির ! 

0
2

নিয়োগ-দুর্নী*তিকাণ্ডে ধৃ*ত শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের (Ayan Shil) একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। এই সমস্ত লকারে অয়নের সঙ্গে যুগ্ম ভাবে তাঁর স্ত্রীয়ের নাম রয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, এর মধ্যে দু’বার অয়নের স্ত্রী কাকলি শীলের (Kakali Shil) সঙ্গে ফোনে যোগাযোগ করেছে ইডি। অয়নের ছেলে অভিষেকের (Abhishek Shil) সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা।

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে পুরসভা নিয়োগেরও। শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee) এবং অয়ন শীলের (Ayan Shil) নাম জড়িয়েছে এই অবৈধ নিয়োগে। পাশাপাশি অয়নের পরিবারের একাধিক সদস্যদের অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়েছে, আর সেখানে বড় টাকার লেনদেন হয়েছে বলে খবর। এবার নজরে এল অয়নের একাধিক ব্যাংক লকার। ইডি সূত্রে খবর, ওই সমস্ত লকারে অয়নের সঙ্গে যৌথভাবে নাম রয়েছে তাঁর স্ত্রী কাকলির। অয়নকে জেরায় এই তথ্য মিলেছে বলে ইডি-র দাবি। উল্লেখ্য ইডি-র দাবি, অয়নের সংস্থা এবিএস ইনফোজোনের দ্বিতীয় ডিরেক্টর তাঁর স্ত্রী কাকলি। সেখানে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে বলে ইডির অভিযোগ। এর সঙ্গে নিয়োগ দুর্নীতির টাকা জড়িয়ে আছে কিনা সেটাই খতিয়ে দেখা চলছে।