কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বাড়ল আরও ৪ শতাংশ। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধি (DA Hike) কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়াল ৪২ শতাংশে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার ১২ হাজার ৮১৫ কোটি টাকা ব্যয় করবে। কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ৪ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ফলে প্রায় ৪৭.৫৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
আরও পড়ুন- বারাণসীতে ১৭৮০ কোটি টাকার প্রকল্পের সূচনা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির






































































































































