শুক্রবারের বিকেলে মোহনবাগান তাঁবুতে ফের যেন পিকে-অমল যুগলবন্দি। উপলক্ষ, কিংবদন্তি কোচ পিকে’র নামে মোহনবাগান ক্লাবের জিমন্যাসিয়ামের উদ্বোধন। এদিনই আর এক প্রবাদপ্রতিম কোচ অমল দত্তের নামে মোহনবাগান ক্লাবের প্রেস বক্সের নামকরণ করা হল। ভিআইপি বক্স ক্লাবের প্রাক্তন সচিব ধীরেন দে’র নামে। পিকে’র নামাঙ্কিত জিমন্যাসিয়ামের উদ্বোধন করেন দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) চেয়ারম্যান আর এন সিং।

দুই পরিবারের সদস্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। পিকে-র বড় মেয়ে পলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অমল-কন্যা নূপুর দত্ত। পিকে-স্মরণের মঞ্চে আবেগতাড়িত প্রাক্তন ফুটবলাররা। অনেক অজানা গল্প শোনালেন প্রদীপ চৌধুরী, শিশির ঘোষ, সত্যজিৎ চট্টোপাধ্যায়, মানস ভট্টাচার্য, বিদেশ বোসরা। পিকে-অমলের কোচিংয়ে না খেললেও দুই কিংবদন্তির পদাঙ্ক অনুসরণ করার কথা জানালেন সবুজ তোতা হোসে র্যামিরেজ ব্যারেটো। পিকে’র নামাঙ্কিত জিম দেখে উচ্ছ্বসিত তিনি। ছিলেন সবুজ-মেরুনের আর এক ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। ক্লাবের তরফে প্রত্যেককে সম্মানিত করা হয়।

মানস বলছিলেন, ‘‘১৯৭৭ সালে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কাছে হারের পর প্রদীপদা সংবাদমাধ্যমে বলেছিলেন, চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি হয় না। ওই বছরেই আমরা শিল্ড, ডুরান্ড ও রোভার্স জিতি। পরে প্রদীপদা আমাদের বলেছিলেন, ওই কথা বলেছিলাম বলেই তোমরা ত্রিমুকুট জিততে পারলে। এটাই প্রদীপদার ভোকাল টনিকের মাহাত্ম্য।’’
পিকে’র স্মৃতিচারণায় শিশির বলেন, ‘‘আমি আগের ম্যাচে গোল করেছি। তবু আমাকে পরের ম্যাচে বসিয়ে দেন প্রদীপদা। আমার গোলের খিদে বাড়াতেই এমনটা করেছিলেন। এটাই প্রদীপদা। সব বিষয়েই অগাধ জ্ঞান ছিল। একবার মনসুর আলি খান পতৌদিকেও বুঝিয়ে দিয়েছিলেন, কেন ভারতবর্ষ ফুটবলে এগিয়ে, ক্রিকেটে নয়।’’
সত্যজিৎ বলছিলেন, ‘‘প্রদীপদা ও অমলদা দু’জনেই কিংবদন্তি। প্রদীপদা যত বড় কোচ ছিলেন, ঠিক তত বড়ই ফুটবলার ছিলেন। কিন্তু অমলদা উপেক্ষিত। আমি চাইব, পরজন্মে অমলদা কোচ হয়েই ফিরে আসুন।’’

প্রাক্তনদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়-সহ ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা। সদ্য প্রথম বাঙালি কোচ হিসেবে এএফসি প্রো-লাইসেন্স ডিগ্রি পাওয়া শঙ্করলাল চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হয় ক্লাবের তরফে।
আরও পড়ুন:আইপিএল-এর আগে নতুন লুকে বিরাট, মন কেড়েছে নেটিজেনদের









































































































































