মোদি জমানায়(Modi Governence) ফের বিশ্বের কাছে লজ্জায় পড়তে হল পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতকে(India)। এক মার্কিন রিপোর্টে দাবি করা হল গত বছর অর্থাৎ ২০২২ সালে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত(Human Rights Violations) হয়েছে ভারতে। রিপোর্টে বলা হয়েছে হত্যা, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব ও ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের প্রতি প্রতিহিংসা বেড়ে এই দেশে।

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ২০২২ সালে ভারতে একাধিক ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। যে যে ক্ষেত্রগুলি এই ঘটনা ঘটেছে তা হল, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, পুলিশ ও জেল কর্তৃপক্ষ দ্বারা অমানবিক ও শাস্তির মতো মানবাধিকার লঙ্ঘন। এছাড়া নির্বিচারে গ্রেফতার, আটক, স্বেচ্ছাচারিতা, সাধারণ মানুষের গোপনীয়তায় হস্তক্ষেপ, সাংবাদিকদের গ্রেফতারি, মানহানি আইন বলবত, প্রভৃতি উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। পাশাপাশি মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে এ ক্ষেত্রে স্বাধীনতা খর্ব করা হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশে বিধিনিষেধ, বিভিন্ন মানবাধিকার সংগঠনকে হেনস্থার ঘটনা ঘটেছে। পাশাপাশি যৌন হেনস্থা, কর্মক্ষেত্রে হেনস্থা, জোর করে বিয়ের মতো ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।
যদিও আমেরিকার তরফে এর আগেও এই ধরণের রিপোর্ট পেশ করা হয়েছিল ভারতের বিরুদ্ধে। তবে তা পুরোপুরি অস্বীকার করা হয় ভারতের তরফে। এবং ভারত সরকারের তরফে জানানো হয়, ভারত গণতান্ত্রিক দেশ। এখানে সকলের অধিকার সুরক্ষিত রয়েছে। এরইমাঝে ফের ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলল আমেরিকা। যদিও বিষয়ে ভারতের তরফে এখনও কোনও পাল্টা বিবৃতি দেওয়া হয়নি।











































































































































