এবার জমি জটে জড়াল অনুব্রতর (Anubrata Mandal) হিসাবরক্ষক মণীশ কোঠারির নামও। সূত্রের খবর, কেষ্টর হিসেবরক্ষকের বোলপুরে ১৫ কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি।
কোথাও পাঁচ কাঠা তো কোথাও তিন বিঘা। দাগ নম্বর ধরে ধরে সেই জমির তালিকা আদালতে জমা দিয়েছে ইডি। সেখানে দেখা যাচ্ছে ২০১৬ সাল থেকে ২০২২ সালের মধ্যে বোলপুরের বুকে আনুমনিক ১৫ কোটি টাকার জমি কিনেছেন মণীশ কোঠারি। রূপপুর মৌজা, গোপালনগর, কঙ্কালীতলা, দারোকানাথপুর, সুরুল-সহ বোলপুরের প্রায় সব মৌজাতেই মণীশের জমি রয়েছে বলে খবর। সব মিলিয়ে এই জমির আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

গরু পাচার মামলায় ইডি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে। তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের তলব করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা। সেই তালিকায় ছিলেন মণীশও। জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছিল দিল্লিতে। সেখানেই মঙ্গলবার সকাল থেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় মণীশকে। এরপর সন্ধ্যার দিকে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, তদন্তে অসহযোগীতা করছেন মণীশ।
আরও পড়ুন- মেধাবি ছাত্র ভাই: গ্রুপ সির পরীক্ষার নম্বর নিয়ে সরব মন্ত্রী শ্রীকান্ত




































































































































