২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের সময়ে তৎকালীন বিরোধী দল তৃণমূলের স্লোগান ছিল ”বদলা নয়, বদল চাই”! সেই স্লোগানকে সামনে রেখেই দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অর্থে বদলার পথে হাঁটেও নি তৃণমূল সরকার।

তবে সিপিএম অন্য ধাতুতে গড়া একটি রাজনৈতিক দল। ক্ষমতা হারানোর পর মাঠে ঘাটে পেরে না উঠে কোর্টকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেই চলেছে সিপিএম। এবার পাল্টা সিপিএমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মাঠে নামল তৃণমূল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে বারবার অভিযোগ করেছেন, সিপিএমে আমলে চিরকুটে চাকরি নিয়ে! সিপিএমের হোলটাইমারদের পরিবারের লোকেদের যেভাবে ঘুরপথে সরকারি চাকরি দেওয়া হয়েছিল, এবার সেই পর্দাই ফাঁস করতে চলেছে তৃণমূল। জানা গিয়েছে,
শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুকে এবার ফাইল খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেনমুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, ১৯৯৮ সাল থেকে পরিবর্তনের আগে পর্যন্ত দফতরে নিয়োগ সংক্রান্ত যাবতীয় ফাইল খতিয়ে দেখার নির্দেশ দেন শিক্ষামন্ত্রীকে।








































































































































