বুলডোজার চালিয়ে ফসল নষ্ট করল মধ্যপ্রদেশ পুলিশ! কারণ কী?

0
2

দিন কয়েক আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ না দেওয়ায় বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শিরোনামে উঠেছিলেন বিজেপি বিধায়ক। এরপরও একাধিকবার উঠে এসেছে বিজেপির বুলডোজার নীতি। একবার ফের চাষের জমিতে বুলডোজার চালিয়ে ফসল নষ্ট করল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে দামোহ জেলায়।কিন্তু কী কারণে এই অত্যাচার?

আরও পড়ুন:মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর স্ত্রীকে হু*মকি! কী করলেন অমৃতা

পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরে সপ্তাহ দুয়েক আগে বদ্রি শুক্ল (৬৮) এবং তাঁর ভাই রামসেবক শুক্লকে (৬৫) খুনের অভিযোগ ওঠে জহর, উমেইদ, মাখন এবং অর্জুন সিংহদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাঁদের হদিস না পেয়ে ফসলের জমিতে বুলডোজার চালায় পুলিশ ও মধ্যপ্রদেশ প্রশাসন।
যদিও পুলিশের অন্য এক সূত্র বলছে, ওই জমি সরকারি । ওই জমি দখল করে চাষ করছিলেন সিংহ ভাইয়েরা। তাঁরা গ্রামের একটি সরকারি স্কুলের জমিও দখল করে রেখেছে।
যদিও জেলাশাসক এস কৃষ্ণ চৈতন্য বলেন, “জোড়া খুনের মামলার বিষয়টি প্রকাশ্যে এসেছে। দু’টি কাঁচা বাড়ি ভেঙে ফেলা হয়েছে। যে সব জমি দখলের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে, সব উদ্ধার করা হয়েছে।”


বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অভিযোগ প্রমাণ হোক বা না হোক, আদালতের রায় কী রায় দিল, তা পরোয়া না করেই বুলডোজার নীতি নিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ।ইতিমধ্যেই পুলিশের আধিকারিক জানিয়েছেন, এই নীতি চলবেই।