বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে নিলেন ৬ উইকেট। আর এই উইকেট নিতেই নজির গড়েন অশ্বিন। টপকে গেলেন ভারতের প্রাক্তন বোলার অনিল কুম্বলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুম্বলে নিয়ে ছিলেন ১১১টি উইকেট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৯১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। এই ৬ উইকেট নিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে অশ্বিনের মোট উইকেট হল ১১৩টি। এক্ষেত্রে টপকে গেলেন কুম্বলেকে। কুম্বলের রয়েছে ১১১টি উইকেট। সেই রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে অজিদের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন অশ্বিন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে উইকেট সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে অশ্বিনের সামনে।

এদিকে চতুর্থ টেস্ট প্রথম ইনিংসে ৪৮০ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে ৩৬ রান ভারতের। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। ১৭ রানে অপরাজিত রোহিত। ১৮ রানে অপরাজিত শুভমন।
আরও পড়ুন:খোয়াজা-গ্রিনের দুরন্ত ইনিংস, বল হাতে ছয় উইকেট অশ্বিনের, দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ্যা ৩৬










































































































































