রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৭-০ গোলে হারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত ৯২ বছরের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক হার! আর এই হারই সাইডলাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন ম্যানইউ কোচ টেন হ্যাগ। এই হারে হতাশ তিনি। হ্যাগ বলেন, এটি খুবই স্বাভাবিক ভাবে অপেশাদারিত্বের উদাহরণ।

ম্যাচ শেষে ম্যানইউ কোচ বলেন,” এটি খুবই স্বাভাবিক ভাবে অপেশাদারিত্বের উদাহরণ। প্রথমার্ধে আমার মনে হয় আমরা লিভারপুলের তুলনায় ভালো খেলেছিলাম। প্রথমার্ধ শেষের আগে নিজেদের ভুলে ১ গোলে পিছিয়ে যাই। দ্বিতীয়ার্ধে আমি অবাক হয়ে যাই! এতো সহজে আমরা খেলাটি প্রতিপক্ষকে ছুড়ে দিলাম।”
এখানেই না থেমে তিনি আরও বলেন,” প্রথম দুটি গোল ডিফেন্সিভ ট্রাঞ্জিশনের ভুলে হয়েছে। যেভাবে আমরা গোল হজম করেছি তা অত্যন্ত বিরক্তিকর। তৃতীয় গোলটি কাউন্টার অ্যাটাকে, মিডফিল্ডে ফাঁকা জায়গা দিয়ে বল ধাওয়া না করা এবং আক্রমণে উঠে নিচে না নামা। চূড়ান্ত অপেশাদারিত্বের উদাহরণ। ম্যাচের ফল ৩-০ হওয়ার পরই আমরা হেরে যাই কিন্তু দল হিসাবে নিজেদের একত্র থেকে লড়ে যেতে হবে, যা আমরা একদমই করিনি। আমি আশ্চর্য হয়ে যাই, আমি আমার দলকে কোনোদিন এমন খেলতে দেখিনি৷ এটা ম্যাঞ্চেস্টার হতে পারে না।”
আরও পড়ুন:বিরাট-রোহিতদের খেলা দেখতে চতুর্থ টেস্টের প্রথম দিন মাঠে প্রধানমন্ত্রী : সূত্র










































































































































