কুন্তলের টাকাতেই কি পার্লার ? ফের সোমাকে তলব ইডির

0
2

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ সোমা চক্রবর্তীর প্রশ্ন এড়িয়ে গেলেও রহস্যের জট এখনও খুলতে পারেনি ইডি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরে ফিরে আসছে ইডির সামনে, কুন্তলের টাকাতেই কি পার্লার করেছিলেন সোমা ? সেকারণেই এত প্রভাব বিস্তার করেছিলেন তিনি? সেকারণেই সোমার বয়ান রেকর্ড করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানতে চাইবে নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর যোগ কী রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে ফের সোমাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আসলে ৫০ লক্ষ টাকা ছাড়াও কুন্তল ঘোষের সঙ্গে বহু লেনদেনের হদিশ মিলেছে। কী কারণে লেনদেন? জানতে সোমা চক্রবর্তী ফের তলব করল ইডি। আগামী শুক্রবার ইডি দফতরে হাজিরা দিতে হবে সোমাকে।
জানা গিয়েছে, বিভিন্ন সময়ে বহু লেনদেন হয়েছে তাঁদের মধ্যে। কী কারণে সেই লেনদেন? কোথা থেকে এলো এই টাকা? তা জানতে ফের পার্লার মালকিন সোমা চক্রবর্তীকে তলব করল ইডি।
জানা গিয়েছে, ২০১৫ সালে একটি ক্লাবের মারফত পরিচয় হয় কুন্তল ঘোষ ও সোমা চক্রবর্তীর। ক্রমশ তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। কিন্তু ঠিক কী কারণে কুন্তল ঘোষ ওই নেল পার্লার মালকিনের অ্যাকাউন্টে টাকা লেনদেন করেছিলেন? শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাই কি সোমা চক্রবর্তীর নেল পার্লারের মাধ্যমে সাদা করার চেষ্টা করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াই এখন সবচেয়ে বড় লক্ষ্য তদন্তকারীদের কাছে।