অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED) । পাশাপাশি গরু পাচার মামলায় মূল অভিযুক্ত বীরভূমের নেতাকে আদালতে ভুল তথ্য দেয়ার অভিযোগে ১ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছে বিচারপতি বিবেক চৌধুরীর (Vivek Chowdhury) ডিভিশন বেঞ্চ। কিন্তু শনিবারের পর রবিবার অনুব্রতর দিল্লি (Delhi)যাত্রা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

ইডি সূত্রে খবর আজ রবিবার সকাল থেকে আসানসোল জেলে কোনও তৎপরতা চোখে পড়েনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা বলছেন হাইকোর্টের অর্ডারের কপি জেলে পাঠানো হয়েছে। কিন্তু এখনও নাকি আসানসোল জেলের তরফে কোনও জবাব মেলেনি। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার ব্যবস্থা করার কথা আসানসোল-দুর্গাপুর কমিশনারেটকে জানানো হয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে জেল কর্তৃপক্ষকে এখনও কিছু জানানো হয়নি বলেই অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও, অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে ফের সংসার তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।





































































































































