আজ থেকে শুর মহিলাদের প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে নামছে গুজরাত জায়েন্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স উইমেনস। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নামছে দু’দল। মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম দিনই মাঠে নামছেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। আর এই নিয়ে উচ্ছ্বসিত হরমনপ্রীত।
এই নিয়ে হরমনপ্রীত বলেন, “ভারতের সব ক্রিকেটারের জন্য এটা একটা দুর্দান্ত মঞ্চ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেড থেকে অনেক নতুন প্রতিভা উঠে এসেছে। ভারতের মহিলা ক্রিকেটও এই প্রতিযোগিতা থেকে উপকৃত হবে। আমরা অনেক দিন এই প্রতিযোগিতার অপেক্ষায় ছিলাম।”
গত কয়েক বছর ধরেই মহিলাদের আইপিএল শুরুর দাবি উঠছিল। ভারতীয় মহিলা ক্রিকেটাররা তাকিয়ে ছিলেন এই প্রতিযোগিতার দিকে। এতদিন দেশের প্রথম সারির মহিলা ক্রিকেটারদের তিনটি দলে ভাগ করে টি-২০ প্রতিযোগিতার আয়োজন করত ভারতীয় বোর্ড। আর এবার শুরু হতে চলেছে মহিলা প্রিমিয়ার লিগ। আর এই প্রতিযোগিতা ঘিরে দারুণ উত্তেজিত মহিলা ক্রিকেটাররা।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস